জুকবক্স / মিউজিক সার্ভার করা দেখে নিবো আজকের টপিকে, আজ আমরা একটি মিডিয়া সার্ভার করবো যেটাতে মুলত আমরা মিউজিক স্ট্রিম করবো। এই সার্ভার এ আমরা চাইলে ভিডিও স্ট্রিম করতে পারবো, কিন্তু আজকে আমরা যেই অ্যাপ ব্যাবহার করবো এটা মুলত মিউজিক এর জন্যে।
মিউজিক সার্ভার কি / কেনো প্রয়োজন ?
আসলে এটা প্রয়োজন বলা যাবে না,
মুলত নিজের পছন্দ করা প্লে লিস্ট যেকোনো স্থান থেকে প্লে করার জন্যে অথবা বন্ধু / পরিবার এর সকল এর সাথে শেয়ার করার জন্যে জুকবক্স / মিউজিক সার্ভার করে থাকেন,
আবার এমনো হতে পারে অনেকে এক বা একাধিক ডিভাইস ব্যাবহার করে থাকেন,
যেমন Android / SmartTV / Apple Devices / Play Station / Xbox
তো আপনার মিউজিক সব সময় সব কিছু তে আপডেট রাখা খুবি বিরক্তিকর ব্যাপার হতে পারে।
এবার যদি আপনার কাছে একটি জুকবক্স / মিউজিক সার্ভার তাহকে তাহলে আপনাকে শুধু সার্ভার টি আপডেট রাখতে হবে আপনার প্লে লিস্ট দিয়ে। এতে করে আপনার সকল ডিভাইস এ আপনি সার্ভার টি এক্সেস করতে পারছেন।
কি নিয়ে হতে হতে জাচ্ছে আমাদের এই মিউজিক সার্ভার ?
- উবুন্টু সার্ভার ১৮.০৪ LTS ইন্সটল করা একটি সার্ভার
- ডেডিকেটেড আইপি এড্রেস
উবুন্টু তে Madsonic ইন্সটল
আমারা সার্ভার এর জন্যে Madsonic ব্যাবহার করবো, এর চেয়ে ভাল Subsonic রয়েছে, কিন্তু আমরা সেটা ব্যাবহার করতে পারছি না কারন সেটা ফ্রি নয়।
প্রথমে Putty তহবা অন্য কোনো SSH Client এর মাধ্যমে আপনার সার্ভার এ কানেক্ট করুন।
প্রথমে java ইন্সটল করে নিতে হবে, যদি আপনার সার্ভারে Java ইন্সটল করা থাকে তাহলে এরিয়ে যান।
sudo add-apt-repository ppa:webupd8team/java
sudo apt-get update
sudo apt-get install oracle-java8-installer
sudo apt-get install oracle-java8-set-default
উপরের কমান্ড গুলো পর্যায় ক্রমে এক এক করে প্রয়োগ করলেই Java ইন্সটল এর জন্যে প্রস্তুত হবে, এবার নিচের কমান্ড দিয়ে Java ইন্সটল করে নেয়া যাক।
udo apt-get install openjdk-8-jre
Java ইন্সটল হয়ে গেলে Madsonic এর ডেব প্যাকেজ টি ডাউনলোড করে নিবো নিচের কমান্ড দিয়ে।
wget https://download.madsonic.org/6.2/20190425_madsonic-6.2.9084.deb
উপরের কমান্ড দিলে Madsonic ডাউনলোড হবে, আপনি যদি অনেকদিন পর এই আর্টিকেল পড়ে থাকেন তাহলে নিচের লিঙ্ক থেকে Madsonic এর নতুন ভার্সন এর লিঙ্ক কপি করে wget
এর বসিয়ে নিন।
এবার ইন্সটল করার সময় এসেছে
sudo dpkg -i 20190425_madsonic-6.2.9084.deb
সফলতার সাথে আমাদের ইন্সটল কমপ্লেট হয়ে গেছে,
কনফিগ Madsonic Music Server
ইন্সটল হবার পর পর কিছু বেসিক সেটিং আছে যা আমদের দেখে নিতে হবে, প্রথমে আমরা আমাদের সার্ভার এ লগিন করবো, আমাদের লগিন এড্রেস হচ্ছে
http://youripaddress:4040

এবার আমরা আমাদের ফোল্ডার দেখিয়ে দিবো যেই সকল ফোল্ডার এ আমাদের মিউজিক রয়েছে।
সেটিং টি পাবেন Settings > Media Folder
ফোল্ডার দেখিয়ে দিয়ে সেভ করে নিন,
এবার আপনার ফোন এর অ্যাপ ষ্টোর থেকে Madsonic এর ক্লায়েন্ট অ্যাপ ডাউনলোড করে খুব সহজে কানেক্ট করে নিতে পারেন আপনার মিউজিক সার্ভার এ 🙂