March 7, 2025
Keranigonj, Dhaka - 1310

পাব্জি মোবাইল খেলেন নি এমন মানুষ খুব কমই আছে, এদের মদ্যে ৪০% মানুষ খেলেন পাব্জি মোবাইল এমুলেটর ।

এখানে অনেকেই মনে করে তার কাছে হাই এন্ড ডিভাইস না থাকার কারনে সে পাব্জি মোবাইল এমুলেটর দিয়ে খেলেন, কিন্তু এটা ভুল, এমুলেটর দিয়ে খেলতে খেলেও ভাল মানের পিসি লাগে, এবং একটা গ্রাফিক্স কারদ তো অবশ্যই লাগে, তবে ইন্টেল এবং AMD এর ২০১৮ এর পর রিলিজ হউয়া প্রসেসর দিয়ে গ্রাফিক্স কার্ড ছারাই খেলা যায়।

তো আজকে আমরা এখানে আপনার সাথে কিছু কনফিগারেশন শেয়ার করবো যাতে কারে আপনি আপনার সিস্টেম কনফিগ অনুযায়ী পাব্জি এমুলেটর এর কনফিগ করতে পারেন, এবং একটি স্মুথ গেমপ্লে পেয়ে যান ।

পাব্জি মোবাইল / পাব্জি এমুলেটর হিসেবে কোন সফটওয়্যার ব্যাবহার করবো ?

পাব্জি মোবাইল / পাব্জি এমুলেটর
পাব্জি মোবাইল / পাব্জি এমুলেটর

পাব্জি মোবাইল এমুলেটর হিসেবে কেমন হতে পারে Gameloop ?

Gameloop এর পূর্বের নাম ছিলো Trancend Gaming Buddy, এটি খুবি ভাল মানের একটি এমুলেটোর , Gameloop এর রয়েছে Turbo AOW Engine, এবং এটি খুইব ভাল ভাবে অপ্টিমাইজ করা আছে পাব্জি মোবাইল রান করার জন্যে।

তাহলে দেখে নিন আমরা কি কি করতে যাচ্ছি !

পাব্জি এমুলেটর রান করার জন্যে মিনিমাম রিকয়ারমেন্ট !

পাব্জি এমুলেটর রান করার জন্যে যে রকম কনফিগ হলে ভাল হয় !

প্রথমে https://www.speedtest.net/ থেকে আপনার ইন্টারনেট স্পীড চেক করে নিন, যদি কোন সমস্যা থাকে স্পীড অথবা অতিরিক্ত পিং তাহলে এটা আগে সমাধান করুন, কারন অতিরিক্ত পিং এর সাথে আপনি পাব্জি এমুলেটর খেলতে পারবেন না।

BIOS থেকে Virtualization অন করে নিন !

পাব্জি মোবাইল এমুলেটর খেলার জন্য আপনি অবশ্যই Virtualization অন করে নিবেন, এটি খুবি গুরুত্বপূর্ণ

প্রথমে আপনার মাদারবোর্ড এর BIOS এ চলে যান এবং সেখান থেকে দেখুন Virtualization অন করা আছে কিনা, এটা আপনি CPU Config এর দিকে পেতে পারেন।
আর না পেলে মাদারবোর্ড এর মডেল অনুযায়ী গুগল এর সাহায্য নিন।

আপনার পিসির পাওয়ার প্রফাইল Perfomance Mode এ সেট করে নিন !

পাব্জি মোবাইল এমুলেটর এর জন্যে আপনার পিসির পাওয়ার প্রফাইল কে চেক করে নিন একবার, অনেক সময় ডিফল্ট অবস্থা Balance Mode এ থাকে এটা, তো এটাকে Perfomance Mode এ পরিবর্তন করে নিন।

উইন্ডোস এর কন্ট্রোল প্যানেল এ চলে যান সেখান থেকে খুজে বের করুন Power Option,
দেখুন পাওয়ার প্রফাইল কোণটা সেট করা আছে।

এবার Gameloop এর সেটিং পরিবর্তন !

এখন যদি আপনি ঠিক থাক ভাবে আপনার পাব্জি এমুলেটর (Gameloop) এর সেটিং সঠিক ভাবে কনফিগ করে নিতে পারেন তাহলে আপনার পাব্জি মোবাইল খুবি স্মথ চলবে,

এবার চলুন পাব্জি মোবাইল গেমের গ্রাফিক্স এর সেটিং দেখা নেয়া যাক !

পাব্জি মোবাইল
পাব্জি মোবাইল

পাব্জি মোবাইল এর ইন গেম সেটিং হচ্ছে আসল সেটিং, এটি যদি আপনি আপনি সেট না করেন তাহলে দেখা গেলো উপরের সকল কাজই আপনার জন্যে বৃথা,
নিচের সেটিং টা দেখে নিন

উপরের সব কিছু যদি ঠিক মত ফলো করেন তাহলে আশা করি আপনি Gameloop er স্মুথ গেমপ্লে পাবেন,

আর যদি কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই জানাবেন।

check this: https://www.nerdean.com/1039/