March 7, 2025
Keranigonj, Dhaka - 1310
Computing

Realme 5 Pro তে গুগল ক্যামেরা ইন্সটল করুন।

বর্তমানে গুগল ক্যামেরা সবচেয়ে জনপ্রিয় একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন।চলুন দেখি Realme 5 Pro তে গুগল ক্যামেরা ইন্সটল এর নিয়ম। এর ছবি তোলার ক্লিয়ারিটি এবং ভিবিন্ন এডভান্টেজ এর জন্য অতি কম সময়ে অ্যাপ্লিকেশন টি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এখন প্রায় সকল এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারিরা তাদের ফোনে গুগল ক্যামেরা ব্যবহার করতে চায় তবে সকল ফোনে গুগল ক্যামেরা দেয়া থাকে না তাই মেনুয়ালি সেট করে নিতে হয় ।

Realme 5 Pro তে কোয়াড রিয়ার ক্যামেরা মডিউল এর ক্যামেরা দেয়া আছে এবং ক্যামেরা অপারেটিং এর জন্য Sony IMX এর অ্যাপ্লিকেশন টি ব্যাবহার করা হয়েছে যা Realme 5 Pro ক্যামেরা র ফুল এডভান্টেজ কেচ করতে পারেনা।

Image result for download google camera for realme 5 pro

চলুন দেখে নেই কি ভাবে Realme 5 Pro তে গুগল ক্যামেরা ইন্সটল করবো

ক্যামেরা ইন্সটল করা খুব সহজ আপনাকে শুধু গুগল ক্যামেরা ডাউনলোড করতে হবে আপনার স্মার্ট ফোনে। তবে ইন্সটল এর পরে কিছু সেটিংস্‌ রয়ছে যা আপনাকে সেটআপ করতে হবে অন্যথায় আপনাকে Sony IMX এর অ্যাপ্লিকেশন এর মত স্যাচুরেশন এর বিরক্তিকর সমস্যায় ভুগতে হবে। স্যাচুরেশন সমস্যার সমাধান করতে নীচে প্রদত্ত পদক্ষেপগুলি সাবধানে অনুসরণ করুন।

১. সর্বপ্রথম গুগল ক্যামেরা আপ্পস টি এখান থেকে ডাউনলোড করে নিন । ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।

২. স্যাচুরেশন ইস্যুটি ঠিক করতে গুগল ক্যামেরা ওপেন করে এর সেটিংস্‌ এ প্রবেশ করুন । “BSG Mod Settings” তে প্রেস করুন অতপর “HDR+ in Portrait mode” এ ক্লিক করে এটি ইনেবল করে দিন। তারপর পেছনের ক্যামেরার জন্য Saturation option এ Highlight ১.৮ ও Shadow Saturation ২.৪ এবং সামনের ক্যামেরা র জন্য Highligh ১.২ ও Shadow Saturation ১.৮ সেট করুন ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image