ওয়েব সার্ভার – NerdEan's Lab https://www.nerdean.com Technology Blog and Resource Library Sun, 29 Dec 2019 23:00:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://www.nerdean.com/wp-content/uploads/2021/12/cropped-favicon-150x150.png ওয়েব সার্ভার – NerdEan's Lab https://www.nerdean.com 32 32 HTTP ওয়েব সার্ভার এর জন্যে একটি মডার্ন থিম H5AI https://www.nerdean.com/http-%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f/ https://www.nerdean.com/http-%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f/?noamp=mobile#respond Sun, 29 Dec 2019 23:00:53 +0000 https://www.protiva.net/?p=460 আপনার ওয়েব সার্ভার দেখতে খুব খারাপ দেখায় তাই না ? যদি আপনার এরকম মনে হয় তাহলে আসুন দেখে নেই কিকরে আপনার এইচটিটিপি ফাইল সার্ভার এ একটি মডার্ন থিম ইন্সটল করবেন কিভাবে

যারা জানেন না H5AI কি ?

এটি একটি মডার্ন ইনডেক্স সিস্টেম যেটা আপনার সার্ভার কে দিবে সম্পূর্ণ নতুন একটি লুক। এটি আপনার ফাইল ঘুলো কে খুব সুন্ধর ভাবে প্রদর্শন করবে এবং একটি ব্রডকাম ও থাকবে।

এটি একটি বেসিক http ওয়েব সার্ভার !

উপরের ছবিতে আমরা দেখছি একটি নরমাল এইচটিটিপি ফাইল সার্ভার।

H5AI ইন্সটল করার পর

উপরের এই ছবি তে দেখতে পারছি সম্পূর্ণ নতুন লুক, এবং এটি H5AI ইন্সটল করার পর এরকম দেখাচ্ছে,
তো চলুন দেখে নেই কিভাবে H5AI ইন্সটল করবেন আপনার এইচটিটিপি ফাইল সার্ভার এ।

HTTP ওয়েব সার্ভার এর জন্যে H5AI ডাউনলোড !

নিচের লিঙ্ক থেকে প্রথমে H5AI এর প্যাকেজ টি ডাউনলোড করে নিন, এবং প্যাকেজ টি আপনার সার্ভার এর রুট ডিরেক্টরি তে আপলোড করে দিন।
হে আপনার এর আগে এক্সত্রাক্ট করে নিয়েন অবশ্যই।

DOC_ROOT
 ├─ _h5ai
 ├─ your files
 └─ and folders

উপরের ডিরেক্টরি সিস্টেম অনুজাই যেনও ফাইল ঘুলো থাকে, আপলোড এর নিচের চেক করুন সব ঠিক ঠাক আছে কিনা।

http://YOUR-DOMAIN.TLD/_h5ai/public/index.php এই এড্রেস থেকে ছেক করে নিন, আর হে YOUR-DOMAIn.TLD এর পরিবর্তে অবশ্যই আপনার সার্ভার আইপি কিংবা এড্রেস দিয়ে নিবেন।

এবার /_h5ai/public/index.php এই লাইন টি অ্যাড করুন আপনার সার্ভার এর কনফিগ ফাইলে, নিচে আমি লিস্ট দিচ্ছি কোন সার্ভারে কোথায় কি অ্যাড করতে হবে

যদি আপনি Apache httpd 2.2/2.4 ব্যাবহার করে থাকেন তাহলে httpd.conf ফাইলে অথবা রুট ডিরেক্টরির .htaccess এ নিচের লাইন টি অ্যাড করুন

DirectoryIndex  index.html  index.php  /_h5ai/public/index.php

যদি lighttpd 1.4 ব্যাবহার করে থাকেন তাহলে lighttpd.conf এ নিচের লাইন অ্যাড করুন

index-file.names += ("index.html", "index.php", "/_h5ai/public/index.php")

যদি nginx 1.2 ব্যাবহার করে থাকেন তাহলে nginx.conf এ নিচের লাইন টি অ্যাড করুন

index  index.html  index.php  /_h5ai/public/index.php;

আর যদি কিনা Cherokee 1.2 ব্যাবহার করে থাকেন তাহলে নিচের লাইন

vserver!1!directory_index = index.html,index.php,/_h5ai/public/index.php

আপনি চাইলে আরও অনেক কিছুর পরিবর্তন আনতে পারেন, এই ক্ষেত্রে আপনাকে H5AI এর মূল কনফিগ ফাইল টি এডিট করতে হবে,
কনফিগ ফাইল টি রয়েছে আপনার রুট ডিরেক্টরির

_h5ai/private/conf/options.json

তো এই ছিলো মডার্ন HTTP ফাইল সার্ভার, যদি ভাল লেগে থাকে তাহলে জানাবেন, এবং কোথাও ভুল থাকেলে জানাবেন।

]]>
https://www.nerdean.com/http-%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f/feed/ 0