সেরা ১০ – NerdEan's Lab https://www.nerdean.com Technology Blog and Resource Library Fri, 03 Jan 2020 20:52:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://www.nerdean.com/wp-content/uploads/2021/12/cropped-favicon-150x150.png সেরা ১০ – NerdEan's Lab https://www.nerdean.com 32 32 ২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন https://www.nerdean.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/ https://www.nerdean.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/?noamp=mobile#respond Fri, 03 Jan 2020 20:52:04 +0000 https://www.nerdean.com/?p=669 ২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

বাজারে একটা বড় স্থান দখল করে নিয়েছে মোবাইল ফোন কোম্পানি গুলো। সবে মাত্রই ঘটছে নতুন সালের আগমন। চলতি বছরে আসতে চলছে আইফোনের উন্নত সংস্করন অ্যাপেল আইফোন ১২ ৫জি, এছাড়াও আসছে ওয়ানপ্লাস, নোকিয়া, শাওমির উন্নত সংস্করন। চলুন এবার তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ২০১৯ সালে সর্বাধিক বিক্রি হওয়া ১০টি স্মার্টফোনঃ


২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

আইফোন এক্সআর ২০১৯

২০১৯ এ বিক্রি হওয়া ফোন গুলোর ভিতরে শীর্ষে রয়েছে এটি, যদি ও এটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসে। ২০১৯ সালে বিশ্বের বিভিন্ন স্থান এ এই স্মার্ট ফোনের দাম কমানো হয়েছিল। সেটির প্রভাব পরে এই ফোন বিক্রির ক্ষেত্রে। দাম কমানোর পর আইফোন এক্সআর ফোনের বিক্রি অনেক বেড়ে যায়। 


২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

আইফোন ১১

আইফোনের  উন্নত সংস্করন আইফোন ১১ বাজারে আসে ২০১৯ সালে। এবছর বিক্রি হওয়া নতুন আইফোনের ভিতর এটি সর্বাধিক বিক্রিত।


২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

স্যামসাং এ১০

২০১৯ সালে ফেব্রুইয়ারি মাসে বাজারে আসে। এই ফোন এ রয়েছে ৬ দশমিক ২০ ইঞ্ছি টাচ স্ক্রীন ডিসপ্লে, ২ জিবি র‍্যাম। দামে বেশ কম হওয়ায় এই ফোন টি রয়েছে সবচেয়ে বিক্রি হওয়া ফোন গুলির তালিকায়।


২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

স্যামসাং গ্যালাক্সি এ ৫০

২০১৯ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন গুলোর মধ্যে এটি অন্যতম। তিন ক্যামেরা যুক্ত এই ফোন টি গ্রাহকের আগ্রহের জাগাতে সক্ষম হয়।


২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

স্যামসাং  গ্যালাক্সি এ ২০

২০১৯ সালের মার্চ মাসে এই ফোন টি বাজারে আশে। এতে রয়েছে ৬.৪ ২০ ইঞ্ছি টাচ স্ক্রীন ডিসপ্লে, ৩জিবি র‍্যাম। বাজারে আসার অল্প সময়ের মধ্যে এটি ভোক্তাদের চাহিদা পুরনে সক্ষম হয়।


অপো এ ৯ 

২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোনের মধ্যে অপো স্মার্টফোনের ৩টি মডেল রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে এ৯ মডেলটি। এই ফোনটি তে রয়েছে ডুয়েল ক্যামেরা, ৪ জিবি  র‍্যাম এবং ৬.৫ ইঞ্ছি মাপের ডিসপ্লে।


২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

অপো এ ৫ এস

২০১৯ এ সর্বাধিক বিক্রি হওয়া স্মার্ট ফোনের তালিকায় অপোর দ্বিতীয় স্মার্ট ফোন হচ্ছে অপো এ ৫ এস। এতে রয়েছে ৬.২ ইঞ্ছি টাচ স্ক্রীন ডিসপ্লে, ২ জিবি র‍্যাম।

২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

অপো এ ৫

৬.২ ইঞ্ছি টাচ স্ক্রীন ডিসপ্লে, ২ জিবি র‍্যাম সমৃদ্ধ এই ফোন টিও ২০১৯ সালের গ্রাহকের পছন্দের তালিকায় জায়গা করতে সক্ষম হয়।

২০১৯ সালে বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করা ১০টি স্মার্ট ফোন

শাওমি রেডমি ৭ এ 

সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্ট ফোনের তালিকায় রয়েছে শাওমির শাওমি রেডমি ৭ এ মডেল টি। ডুয়েল সিম, ৬.৩ ইঞ্ছি টাচ স্ক্রীন ডিসপ্লে, ৪ জিবি র‍্যাম, ১৩মপি সেলফি ক্যামেরা সমৃদ্ধ এই ফোন টি দামেও বেশ সাশ্রয়ের মধ্যে থাকায় এর ২০১৯ সালে এর বিক্রি হয়েছে অনেক।


হুয়াওয়ে পি ৩০

২০১৯ সালের মার্চ এ হুয়াওয়ে  তাদের নতুন মডেল হুয়াওয়ে পি ৩০ বাজারে নিয়ে আসে। তাদের লক্ষ্য ছিল স্মার্ট ফোন বিক্রির দিক থেকে স্যামসাঙ কে টেক্কা দেয়া। সেটি করা সম্ভব না হলেও নতুন মডেল এর এই ফোন টি বাজারে বেশ ভাল বিক্রি হয়।

]]>
https://www.nerdean.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/feed/ 0